অনুষ্ঠিত হতে চলেছে সেরাম শারদ বরণ। - ColorNews

Select Language

[gtranslate]
১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

অনুষ্ঠিত হতে চলেছে সেরাম শারদ বরণ।

প্রতিবছরের মতন সেরাম শারদ বরণ ২০২৩ অনুষ্ঠিত হতে চলেছে সারা কলকাতা, হাওড়া ও সল্টলেক জুড়ে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সেরাম এর কর্ণধার সঞ্জীব আচার্য্য জানালেন এবার পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ও হাওড়া মিলিয়ে আমার হোডিং স্লোগান প্রতিযোগিতায় মোট ৮ জন কে পুরস্কৃত করা হবে। সেরাম শারদ বরণ ২০২৩ এর রেপ্লিকার উন্মোচন করা হয়।

মঞ্চে উপস্থিত ছিলেন এই সংঘটনের সহ সভাপতি স্বামী সারাদমানন্দ, শিল্পী অশোক ভট্টাচার্য, ফুটবল প্রশিক্ষক মৃদুল ব্যানার্জী। এই বছর ও সেরাম শারদ বরণ প্রতিযোগিতার জন্যে
পুজোর রেজিষ্টেশন শুরু হয়ে গেছে।

সেরা ভাবনা, সেরা প্রতিমা, স্বল্প ব্যয়ে সেরা পুজো, সেরা সমাজ বন্ধু, সেরা সুরক্ষা, নিরাপত্তা সন্মান বেচে নেবেন বিচারক রা। মহা সপ্তমীর দিন ফল ঘোষণা হবে । এই প্রতিযোগিতায় অংশ গ্রহণের শেষ তারিখ ৮ অক্টোবর এই কথা জানিয়েছেন সেরাম এর কর্ণধার সঞ্জীব আচার্য্য।

ekhansangbad
Author: ekhansangbad

Related News