প্রদীপ কুমার সিংহ:- আর কয়েকদিন পরেই বাঙালির বড় উৎসব দুর্গাপূজা। আর এই দুর্গা পুজোকে কেন্দ্র করে বাঙালি বাঙালি সহ বিভিন্ন জাতির মানুষ নিজেদেরকে দুর্গা পুজোয় বিভিন্ন সাজে রাঙিয়ে দেওয়ার জন্য কেনাকাটা করছে। দুর্গা ঠাকুর সাধারণত কুমোরটুলি সহ কয়েকটা জায়গায় তৈরি করার জন্য খুব নাম। কিন্তু বারুইপুরে এক ঠাকুর কারখানাতে মহিলা মৃৎশিল্পী মায়া দেবী বহুদিন ধরেই বিভিন্ন ঠাকুর তৈরি করছে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দোল তলা এলাকায় তার ঠাকুরের কারখানায়।
মায়া দেবীর সঙ্গে কথা বলে জানা যায়। তিনি প্রায় ৩০ বছর উপর প্রতিমা তৈরি করে আসছে।এ বছরে প্রায় দশ থেকে বারোটা বড় বড় দুর্গা প্রতিমা তৈরি করছে। এখন দূর্গা মায়ের গায়ে রঙের তুলি টান হচ্ছে। তার এই ওয়ার্কশপে মোট চার জন কাজ শ্রমিক কাজ করছে দু মাস ধরে। এই প্রতিমা তৈরীর মাটি উত্তরভাগ থেকে আনা হয়েছে।।প্রতিমা গুলি বারুইপুরের বিভিন্ন এলাকা থেকে ক্লাব গুলি অর্ডার দিয়ে গেছে সেই অনুযায়ী প্রতিমা তৈরি করছে মায়া দেবী। মায়ের মুখে ছাঁচ কিছুটা কোমারটুলি থেকে নিয়েছে আবার ও নিজেরাই তৈরি করছে। ৫ ফুট, ৬ ফুট , ৮ ফুটের ঠাকুর তৈরি করছে এর মধ্যে দুটি সবেকিয়ানায় এক কাঠামার প্রতিমা আছে। মায়ের কখনো সোলার সাজ কখনো বা গোল্ডেন সাজে তৈরি হচ্ছে। প্রতিমা গুলি এবার দাম হয়েছে ১৫ হাজার টাকা থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত। মহালয়ার দুদিন পর থেকেই এই ঠাকুর গুলো পূজা মন্ডপে যেতে শুরু করবে।