কোজাগরী লক্ষ্মী পূজার উৎসবের মরশুমে বাজারদরে আগুন লেগেছে।এর ফলে সাধারন মানুষ থেকে সার্বজনীন পূজা আয়োজক কমিটি সকলের মাথায় হাত পড়েছে।
অক্টোবরে নিম্নচাপের বৃষ্টিতে জেলা জুড়ে প্রভূত ক্ষতি হয়েছে বিভিন্ন চাষবাসে। আর এর প্রভাবে দুর্গাপূজার পর কোজাগরী লক্ষ্মী পূজাতেও বিভিন্ন জিনিসপত্রের দাম বাজারে চড়া। বিশেষ করে ফুলের দাম। অন্যান্য বছর যখন এ সময় গাদা রজনীগন্ধা গোলাপ সহ প্রকৃতি ফুলের দাম অনেকটাই কম থাকে। এবার সেই ফুলেরই দাম বিগত বছরের তুলনায় প্রায় দ্বিগুনের বেশি।
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সহ বিভিন্ন বাজারে ফুলের পাশাপাশি বিভিন্ন ফলের দাম। কোজাগরী লক্ষ্মী পূজায় অপরিহার্য নারকেল নাড়ু। তাই বাজারে চড়া দামে বিকোচ্ছে নারকেল। এক একটি নারকেলের দাম ৬০ থেকে ৭০ টাকা দামে বিক্রি হচ্ছে। অন্যান্য সময় যেখানে নারকেলের দাম ২০ থেকে ৩৫ টাকা থাকে। সেখানে লক্ষ্মী পূজার আগে এই দাম বৃদ্ধি নাজেহাল করেছে সাধারণ মানুষকে। এছাড়াও বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি হওয়ায়, ধন-সমৃদ্ধির দেবীর আরাধনায় পকেটে টান পড়েছে মধ্যবিত্ত বাঙালিদের।