রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রাজনৈতিক সমালোচনার মন্তব্যের তীব্র সমালোচনা করলেন রাজ্যের সংশোধনাগার মন্ত্রী অখিল গিরি। অখিল বাবু বলেন নন্দকুমারে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে ভাষায় আক্রমণ করেছেন তার নিম্নমানের রুচির বহিঃপ্রকাশ ঘটেছে। এর আগে এই ধরনের কুরুচিকরমন্তব্য কোন বিরোধী দলনেতাকে করতে দেখা যায়নি। যে কেউ যেকোনো রাজনীতি দলের সমালোচনা করতে পারেন। কিন্তু তার ভাষা মার্জিত হওয়া উচিত।
যে ভাষায় বিরোধী দলনেতা রাজনৈতিক সমালোচনা করছেন এবং ব্যক্তি আক্রমণ করছেন তার থেকে বোঝা যায় রুচি কি। তিনি বলেন বিরোধী দলনেতার ভাষা সংযত করা উচিত।তিনি আরো বলেন এই নিম্নমানের মন্তব্য থেকে জঘন্য মানসিকতার পরিচয় পাওয়া গেছে। এভাবে কেউই সমালোচনা এর আগে করেনি।
Author: ekhansangbad
Post Views: ১০৪