ইন্দ্রজিৎ আইচ :- শনিবার এবং রবিবার আই টি সি রয়াল বেঙ্গলে অনুষ্ঠিত হলো দু দিনের মেডিকন ইন্টিমেশানাল ২০২৩। এই সেমিনার এর আয়োজক হলো পিয়ারলেস হসপিটাল – বি কে রায় ফাউন্ডেশন , রয়াল কলেজ অফ ফিজিশিয়ান এডিনবারা ও ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টার অফ অ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান অফ ইন্ডিয়া।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডা: সুজিত কর পুরকায়স্থ, ডা: অজয় সরকার, ডা: লুইস ডেভিশন সহ আরো অনেকে।
সাংবাদিক সম্মেলনে লুইস ডেভিশন জানালেন আমাদের সারা বিশ্বে অনেক সময় দেখা যায় ডাক্তার, নার্স, ফার্মাসিউিক্যালস, ল্যাব, ফিজিওথেরপিস্ট ও হসপিটাল ম্যানেজমেন্ট এর মানুষদের মধ্যে
উপযুক্ত বোঝাপড়ার অভাবে রোগী রা সুস্থ হয়না,তাদের বাড়ির লোক খুব টেনসনে থাকে।
ডাক্তার আর নার্সের মধ্যে সঠিক বোঝাপড়া থাকলে বা তাদের সাথে ম্যানেজমেন্ট, ল্যাব এর সাথে ভালো সুষ্ঠ সম্পর্ক থাকলে চিকিৎসা পরিষেবা আরো উন্নত লাভ করবে।দুদিনের এই সন্মেলনে আর্টিফিসিয়াল এন্টালিজেনস নিয়েও আলোচনা হয়। সারা বিশ্বের বহু ডাক্তার এই সন্মেলনে যোগ দেয়। উপস্থিত ছিলেন পিয়ারলেস হসপিটাল এর ডাক্তার সুভ্রজ্যতি ভৌমিক, প্রফেসর কে রায় সহ আরো অনেকে। চিকিৎসা পরিষেবায় ডাক্তার – রোগীর সম্পর্ক ভালো রাখার এবং উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদানের জন্যে পিয়ারলেস হসপিটাল এর এই উদ্যোগ কে এক কথায় সাধুবাদ জানাতেই হয়।