Select Language

[gtranslate]
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজকের রাশিফল

মেষ: সম্ভব হলে একটু খেলাধুলো করুন। তাতে শরীরের পাশাপাশি মনও ভাল থাকবে। আপনার সাহসী স্বভাবের জন্য জনপ্রিয়তা পেতে পারেন, কিন্তু দুঃসাহসী হয়ে অযথা ঝামেলায় না জড়ানোই ভালো। সমাজসেবামূলক কোনও কাজ আজ আপনাকে আনন্দ দিতে পারে। ডায়েটে টাটকা ফল রাখুন।


বৃষ: একাকীত্ব কাটাতে গান শুনুন। পেশা পরিবর্তনের প্ল্যান কাজে আসবেনা। যেখানে রয়েছেন, সেখানেই ইতিবাচক মনোভাব দরকার। প্রভাবশালী ব্যক্তির যোগাযোগে বড় টেন্ডার পাবেন। গবেষণা, শিক্ষাক্ষেত্রে ভালো ফল। বিনিয়োগ এখনই নয়।


মিথুন: কোথাও ঘুরতে যেতে পারেন। বন্ধুবান্ধব, পরিজনদের অসহযোগিতায় কাজ আটকে যাবে। এতে আপনার সোশ্যাল মিডিয়ার ইমেজ নষ্ট হতে পারে। খরচ বেশি করার নতুন ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে সংযত হোন। ছাত্রদের পড়ার ক্ষতি হতে পারে।


কর্কট: ভালোবাসায় হঠকারিতা নয়। তবে সেই কারণে অফিসে চাপ বাড়বে। এই নিয়ে বিতর্ক এড়ান। বড় ইনভেস্টমেন্টের প্রস্তুতি নিতে অপব্যয় ছাড়তে হবে। গ্ল্যামার দুনিয়ার মানুষদের দিনটা ভালো যাবে। অনেক পুরনো বিনিয়োগে লাভ পাবেন।


সিংহ: যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। আগের কোনও ইনভস্টমেন্ট থেকে লাভ হতে পারে। পরিবারের সঙ্গে কিছুটা সুন্দর সময় কাটাতে পারেন। শরীর ভালো রাখতে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন। পারলে বিকেলের দিকে কিছুটা হেঁটে আসুন।


কন্যা: চাকরিতে পদোন্নতি। যোগ্যতা বাড়াতে আপনার সময় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিনিয়োগ ক্রুন। বিবাদ এড়িয়ে চলুন। অন্যের ব্যবসায় নতুন বিনিয়োগ না করাই ভালো। গুরুজনের সাথে বিবাদ মিটবে। নির্মাণ কার্যের সাথে যুক্ত ব্যক্তিদের শুভ।


তুলা: কোনও অকারণ হতাশাকে প্রশ্রয় দেবেন না। পারলে প্রিয় বন্ধুর সঙ্গে গল্প করুন। কাছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং করতে পারেন। নিয়মিত বই পড়ার অভ্যাস আপনাকে জীবনে এগোতে সাহায্য করবে। ডাক্তারের পরামর্শ মেনে চলুন।



বৃশ্চিক: কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করুন। ব্যবসায় মিশ্র ফল পাবেন। নতুন কাজে টাকা লাগানোর আগে সাবধান থাকুন। অপ্রয়োজনীয় ব্যয়বৃদ্ধি আপনাকে স্থায়ী সঞ্চয় ভাঙতে ব্যবহার করবে। বন্ধুদের পরামর্শে অবস্থার উন্নতি হবে। সরকারি চাকরি চাইলে আরও খাটতে হবে।


ধনু: অল্প সময়ের ফাণ্ডে বিনিয়োগ এড়িয়ে চলুন। ভাইবোনের সাথে ব্যবসায় লাভজনক অংশিদারিত্ব পাবেন। কর্মক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। মানসিক চাপ, অস্থিরতা, অনিদ্রা এড়াতে যোগাভ্যাস করুন। ছোট ব্যবসায় বিনিয়োগে লোকসান হতে পারে।


মকর: বিনিয়োগ তুলে নেওয়ার ক্ষেত্রে সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিন। ব্যবসায় ইতিবাচক ফলাফল। ইন্টারভিউতে ইতিবাচক ফল। শিক্ষার্থীর উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে। ব্যবসায় অগ্রগতি, অংশীদারিত্বে বিনিয়োগ। ব্যয়সংকোচ প্রয়োজন।


কুম্ভ: ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ব্যাবসায় নতুন অংশীদারিত্বে সতর্ক থাকুন। ইচ্ছাশক্তিতে ভয়াবহ পরিস্থিতি, বিরোধের সমাধান হবে। কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি বেশ কিছু দিন বজায় থাকবে। শত্রুবৃদ্ধি না করতে চাইলে যুক্তিতর্ক এড়িয়ে চলুন।


মীন: জরুরি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেবেন। পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্তে জটিলতা। লক্ষ্যে স্থির থাকুন। ব্যবসায় ঝুঁকি বর্জনীয়। ব্যবসায়িক ভ্রমণে যোগাযোগ বাড়বে। সরকারি চাকরিজীবীরা আইপিও কেনার আগে ভেবে সিদ্ধান্ত নিন। অফিসে জুনিয়রদের কাজ আপনার প্রমোশনের কারণ হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read