Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রতিবন্ধী দিবস উপলক্ষে দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র প্রদান।

প্রতিবন্ধী দিবস উপলক্ষে সোমবার কাঁথি দেশপ্রাণ ব্লকের ফরিদপুর বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতনের ব্যবস্থাপনা দিব্যাঙ্গদের সহায়ক যন্ত্র প্রদান করা হলো।স্টীল অথরিটি অফ ইন্ডিয়ার সহায়তায় আলিমকোর সহযোগিতায় ২৭১ জনকে সহাকযন্ত্র দেওয়া হয়।বিবেকানন্দ লোকশিক্ষা নিকেতন পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সংগীত পরিবেশন এবং মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভাপতিত্ব করেন লোকশিক্ষা নিকেতনের সভাপতি ব্রজ গোপাল সাহু। উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, স্টীল অথরিটি অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার নির্মল ত্রিপাঠী, সিনিয়র ম্যানেজার মিসেস অম্বু কেস, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অজয় মিশ্র, আলিমকো এর পশ্চিমবঙ্গের ম্যানেজার তরুণ কুমার, পি ডি এন অফিসার সুদীপ কুমার জানা, লোকশিক্ষা নিকেতনের সম্পাদক গৌতম শাসমল, লোকশিক্ষা পরিচালিত ডিএলএফ কলেজের অধ্যক্ষ সোমনাথ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।



গৌতম শাসমল বলেন ২৩ নভেম্বর দিব্যাঙ্গদের চিহ্নিতকরণের পর আজ সোমবার ৪ ডিসেম্বর এই সহায়ক যন্ত্র প্রদান করা সম্ভব হয়েছে সেল এবং অ্যালিমকো এর সহযোগিতার জন্য। এদিন ২৭১ জনকে এই সহায়ক যন্ত্র দেওয়া হয়। অ্যালিমকোর ম্যানেজার তরুণ কুমার বলেন আজকের দিনে সারা ভারতবর্ষে দিল্লি আমেদাবাদ পশ্চিমবঙ্গ সহ চারটি রাজ্যে এই সহায়ক যন্ত্র প্রদান করা হচ্ছে।এই অনুষ্ঠানে ট্রাই সাইকেল ক্রাচ স্টিক সহ অন্যান্য যন্ত্রপাতি যা দিব্যাঙ্গদের চলতে ফিরতে এবং জীবন জীবিকার ক্ষেত্রে সহায়ক হবে এমন সমস্ত যন্ত্রপাতি দেওয়া হয়। এই সহায়ক যন্ত্র পেয়ে দিব্যাঙ্গগন খুশি বলে জানা গেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read