পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি ১ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের বাড়চুনফলি বুথে সানমাসিক গ্রাম সংসদ সভা হলো। উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রধান প্রদীপ কুণ্ডু, পঞ্চায়েত সদস্য ক্ষুদিরাম বর,বর্ষিয়ান শিক্ষক পরমেশ্বর প্রধান, রঞ্জিত বর, চন্দ্রশেখর রায়, বিকাশ সিংহ প্রমুখ। সংসদ সভায় সিদ্ধান্ত হয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ এবং ঘরঘর পানীয় জলের ব্যবস্থা দ্রুত সম্পন্ন করার জন্য। এছাড়াও কমিউনিটি শৌচালয় গ্রামের শীতলা মন্দির প্রাঙ্গণে বসবে। এলাকার জল নিকাশির জন্য বেশ কয়েকটি ড্রেন করার পরিকল্পনা নেওয়া হবে। সংসদ সভায় মহিলাদের উপস্থিতি উল্লেখযোগ্য ভাবে ছিল। এছাড়া পঞ্চায়েত প্রধান বলেন এলাকার বিভিন্ন সমস্যা আপনারাই তুলে ধরবেন এবং তার সমাধান করবেন।


এছাড়াও সিদ্ধান্ত হয় এলাকায় মাদক বিক্রির ঠিক তুলে দেওয়া হবে। তাতে মহিলারা অগ্রণী ভূমিকা নেবেন বলে উপস্থিত প্রমিলা বাহিনীর ও স্ব সহায়ক দলের নেতৃত্ব বলেন। সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্ত করা হয়।

