Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শুরু হল অষ্টম দুয়ারে সরকার শিবির।

পূর্ব মেদিনীপুর জেলায় শুক্রবার রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী শুরু হল অষ্টম দুয়ারে সরকার শিবির। সাংবাদিক সম্মেলন করে প্রথম দিনের দুয়ারে সরকার শিবিরের সমস্ত দিক তুলে ধরলেন জেলাশাসক তনভীর আফজাল। জেলায় মোট ৪২৫টি শিবিরের মাধ্যমে আঠরটি দপ্তরের ৩৬ টি প্রকল্পের সুবিধা দানের কাজ চলে। প্রথম দিনেই ৪০ হাজারেরও বেশি মানুষকে সুবিধা দানের সুযোগ দেওয়া গেছে। শিবির গুলি থেকে সামাজিক সুরক্ষা, বার্ধক্য ভাতা, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, লক্ষী ভান্ডার, মিলে পাঁচটি বিষয়ে বেশি সুবিধা প্রদান করা গেছে। এবারের শিবিরে কর্ম সাথী প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ভবিষ্যৎ দিশা কি হতে পারে সেই বিষয়ে তাদের সম্মক ধারণা দেওয়া গেছে। এটি সরকারের নতুন সংযোজন। এই শিবির থেকে জেলার 39 টি ধান কেনার কেন্দ্রে চাষীদের ধান বিক্রির সুবিধা করে দেওয়ার জন্য একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দুয়ারে সরকার শিবিরে নতুন চাষীদের নাম রেজিস্ট্রির জন্য ব্যবস্থা করা হয়েছে। এইভাবে জেলায় মোট দেড় লক্ষ চাষির কাছ থেকে সহায়ক মূল্যে ধান কেনার পরিকল্পনা করা হয়েছে। এই শিবিরে কন্যাশ্রী রা আগত সাধারণ মানুষকে ফর্ম পূরণ করে দিয়ে সুবিধা প্রদান করেছে। এই শিবিরের স্বাস্থ্য শিবির থাকছে। যার মাধ্যমে ব্লাড প্রেসার ও রক্তের সুগার পরিমাপ করা হচ্ছে। এর থেকে অনেক নতুন রোগীকে চিহ্নিত করা গেছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পুষ্টি প্রকল্পের বিষয়েও সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে ।

এছাড়াও লোকপ্রসার শিল্পীরা তাদের শিল্পকলার মাধ্যমে সামগ্রিক বিষয় তুলে ধরছেন। ১৫ই ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রায় ৪৯০০ টি শিবির হবে। চেষ্টা করা হচ্ছে যেসব এলাকায় এই শিবির পৌছানো যায়নি সেইসব এলাকায় শিবির কে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। জেলাশাসক বলেন সেইভাবে বিডিওদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। এছাড়াও জেলাশাসক বলেন প্রতিদিন শিবিরের ফলাফল তুলে ধরার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read