Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মায়ের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির পূর্ব মেদিনীপুরে।

মায়ের স্মৃতির উদ্দেশ্যে তার প্রথম প্রয়াণ বার্ষিকীতে রক্তদান শিবিরের আয়োজন করলো সুযোগ্য পুত্রগণ। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বলাকা আবাসনে প্রয়াত সৌদামিনী রায়ের স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবিরের আয়োজন করলো পুত্র মানস রঞ্জন রায়, পীযূষ রায়, তাপস রায় ও তার পরিবার। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সৌদামিনী রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে পরিবারের সকলকে ও শুভানুধ্যায়ীদের অভিনন্দন জানালেন বিধায়ক তরুণ কুমার মাইতি।

উপস্থিত ছিলেন কাঁথি ক্লাবের সভাপতি প্রকাশ চন্দ্র গিরি, সম্পাদ কৃষ্ণেন্দু মাইতি, কার্যকরী সমিতির সদস্য দেবপ্রিয় ডিংগাল, ভাগ্যধর বেরা, সোমনাথ দাস,গৌতম রায়, পিন্টু দত্ত, রিনা প্রধান, সন্ধ্যা দিন্দা ও তপন শাসমল সহ অন্যান্য বিশিষ্টজন।এই শিবিরে ৫০ জন রক্তদান করেন এবং কাঁথি ব্লাড ব্যাংক রক্ত সংগ্রহ করে। এই ঘটনাকে কাঁথি শহরের বিদগ্ধ মানুষজন অভিনন্দন জানিয়েছেন বলে জানা গেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read