বনমালীচট্টা হাইস্কুলের আবাসিক কর্মচারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
সামাজিক দায়বদ্ধতা থেকে কাঁথি ৩ ব্লকের স্বনামধন্য বনমালীচট্টা হাইস্কুলের ছাত্রাবাসের আবাসিক কর্মচারীদের মধ্যে বৃহস্পতিবার বিকেলে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হল। হোস্টেল কর্তৃপক্ষের উক্ত মহতী কার্যক্রমে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম কর, হোস্টেল সুপার শিক্ষক অজয় গিরি, পরিচালন সমিতির সভাপতি শুকদেব জানা, শ্রীকৃষ্ণ ভূঁইয়া, অশোক বর্মন সহ অন্যান্য বিশিষ্টজন । কর্মচারীদের নিজের পরিবারের সদস্য উল্লেখ করে হোস্টেল সুপার অজয় বাবু জানিয়েছেন, কর্মচারীরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন বিদ্যালয়ের স্বার্থে ।
তারা শিক্ষার্থীসহ অন্যান্য মানুষের সেবা প্রদান করে থাকেন। শীতার্ত হয়ে সেইসব মানুষরা যাতে কষ্ট না পায় সেজন্যই এমন উদ্যোগ। উল্লেখ্য, এই স্কুলের হোস্টেলে থেকে পড়াশুনা শিখে বহু কৃতী ছাত্র আজ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। সেই কারণে তাদের কথা মাথায় রেখে এই শীতবস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয় বলে বিদ্যালয়ের কর্তৃপক্ষ জানিয়েছেন।