পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকে খুনের অভিযোগে ধৃত এক যুবককে তমলুক আদালতে পাঠালো পুলিশ। জানা গিয়েছে, গত ২৯ নভেম্বর ময়নার চাঁদীবেনিয়া গ্রামে প্রতিমা সহ মন্ডল নামে ২৬ বছরে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে অনুমান |
গৃহবধূর বাপের বাড়ির লোকজন গতকাল ময়না থানায় দারস্ত হয়ে মৃত গৃহবধূর স্বামী বিবেক মন্ডলের নামে খুনের অভিযোগ দায়ের করে ৷সেই অভিযোগের ভিত্তিতে ময়না থানার পুলিশ গতকাল চাঁদিবেনিয়া গ্রাম থেকে বিবেক সাহু কে গ্রেফতার করে নিয়ে আসে ৷আজ ধৃতকে তমলুক জেলা আদালতে পাঠালো পুলিশ৷
Author: ekhansangbad
Post Views: ১২১