খেজুরি দু’নম্বর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের আহবানে জেলা সভার নেত্রী রিজিয়া বিবি তত্ত্বাবধানে একটি সংগঠনিক আলোচনা হলো ২ নম্বর ব্লকে। উপস্থিত ছিলেন জেলা সভানেত্রী রিজিয়া বিবি । ব্লক সভানেত্রী ছবি বাড়ই। ব্লক সভাপতি শ্যামল মিশ্র ।আইএনটিইউসির সভাপতি গৌরী শঙ্কর দাস। যুব সভাপতি সৌরভ সুন্দর বিজলী।
মাইনোরিটি সভাপতি গনিরুল ইসলাম। প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল। পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনুশ্রী মিশ্র। পঞ্চায়েত সমিতির সদস্যা পিপাসা দাস । সহ অন্যান্য নেতৃত্ব গন।
Author: ekhansangbad
Post Views: ১৩৭