উৎসব মুখরিত ইংরেজি নতুন বর্ষ স্বাগত জানাতে দীঘায় রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন রাজ্যের মানুষের সমাগম। তার মাঝে সারা বছর মানুষের পাশে থেকে মানুষের কথা বলার এবং অধিকার বুঝে নিতে বছর শেষে ও সিপিআইএম’র নেতৃত্ব ও কর্মীরা সচেষ্ট।
আজ রবিবার বছর শেষের দিনে লাল ঝান্ডা ও লাল সেলু হাতে ভারতের কমিউনিস্ট পার্টি(মার্কসবাদী) দীঘা শহর শাখার উদ্যোগে ব্রিগেড সমাবেশের সমর্থনে দীঘা সমুদ্র সৈকতে প্রচার ও অর্থ সংগ্রহ নেমে পড়েছে। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পর্যন্ত পর্যটক, ফেরিওয়ালা,ছোটদোকানদার হোটেল ব্যবসায়ীদের কাছে ব্রিগেড সমাবেশ সফল করার উদ্দেশ্যে প্রচারের পাশাপাশি গণ অর্থ সংগ্রহ করছেন। মানুষ আর্থ সাহায্য করে পাশে থাকার আশ্বাস দিচ্ছেন।হোটেল কর্মচারী এবং ছোট ছোট অস্থায়ী দোকানদার, কর্মচারীদের সমস্যার কথা শুনছেন নেতৃত্বগন।দীঘা কে কেন্দ্র করে প্রায় সাড়ে তিন হাজার অস্থায়ী চা, পান বিড়ি ,ছোট ছোট হোটেল দোকানদার,ফেরিওয়ালাদের সংসার প্রতিপালন হয়।
অনেক অস্থায়ী দোকানদার, কর্মচারী অধিকার আদায়ের জন্য ব্রিগেড যাওয়ার সম্মতি জানিয়েছেন ।পাশাপাশি দীঘা ডি এস ডি এ এবং তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিশোদ্গার করতে ছাড়েনি। অস্থায়ী দোকানদারদের, ফেরিওয়ালাদের অভিযোগ তৃণমূলের নেতাকর্মীদের লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিলে তারা স্টল পাবেন না। ফলে যখন তখন পুলিশি অত্যাচার চলে। তাড়া খেয়ে দোকান ছেড়ে পালিয়ে যেতে হয়। গণ সংগ্রহ ও ব্রিগেড প্রচার অভিযানে ছিলেন,পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আশিষ প্রামানিক,রামনগর এরিয়া কমিটির সম্পাদক সুরঞ্জন গিরি,রামচন্দ্র জানা,বিমলকৃষ্ণ পাত্র, বনবিহারী দে