কোলাঘাটে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের সভাকক্ষে আয়োজিত হলো কুইজ প্রতিযোগিতা।কোলাঘাট টেকনো ইন্ডিয়া স্কুল ছাড়াও জেলার একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নেয়।কুইজ প্রতিযোহিতার নাম দেওয়া হয়েছে ক্যুইজ অলেমপিয়াড।
জয়ী প্রতিযোগিরা আগামী ২০ জানুয়ারী শিলিগুড়িতে সেমি ফাইনাল আয়োজিত হবে।ফাইনাল হবে কোলকতায়।সব মিলিয়ে কুইজ অলেমপিয়াডকে কেন্দ্র করে, ছাত্রছাত্রীদের মধ্যে ছিলো ব্যপক উৎসাহ- উদ্দীপনা।
Author: ekhansangbad
Post Views: ১৪০