কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার আজীবন সদস্য তথা নামাল কালিপ্রসাদ হাইস্কুলের প্রাক্তন ক্রীড়া শিক্ষক সন্মানীয় চিত্তরঞ্জন দাসের কফিনবন্দী মরদেহ আজ কাঁথি ১৭ নম্বর ওয়ার্ডের হেমাঙ্গিনী আবাসনে সকাল ৮ টায় এসে পৌঁচালে তাঁর মরদেহতে মাল্যদান করেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, কার্যকরী কমিটির সদস্য মলয় মাইতি, আজীবন সদস্য ওয়ার্ড কাউন্সিলর তাপস দোলাই, দীপক হোতা, রাধাগোবিন্দ মান্না।

সেই সংগে সিএসএসএ মাঠে স্বর্গীয় চিত্তরঞ্জন দাসের অমর আত্মার শান্তি কামনা করে গুরুগম্ভীর পরিবেশ এ শোকসভা ও নীরাবতা পালন করা হয় এবং উনার পরিবারকে সমবেদনা জানানো হয়। এই শোকসভায় উপস্থিত ছিলেন কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার দুই সহ সভাপতি বিশ্বজিৎ দত্ত, সতীনাথ দাস অধিকারী, সহ সম্পাদক রামকৃষ্ণ পন্ডা, কার্যকরী কমিটির সদস্য মলয় মাইতি, কোচ শান্তনু সেনগুপ্ত, অবিভাবক ক্যাম্পের ছাত্র ছাত্রী ও এলাকার মানুষজন।


