পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের দশম শ্রেণীর পড়ুয়া বাংলা অনূর্ধ্ব ১৭ দলে ক্রিকেট খেলার সুযোগ পেল। এই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আনন্দে উৎফুল্ল দীঘা ক্রিকেট কোচিং ক্যাম্প ও মাধবপুর আর কে বিদ্যাপীঠ এর কর্তৃপক্ষ। জানা গেছে রামনগর ১ ব্লকের মাধবপুর আর কে বিদ্যাপীঠের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী প্রণয় কুমার গিরি বাংলা অনূর্ধ্ব ১৭ দলে ক্রিকেট খেলার সুযোগ পেল। দু’বছর দীঘা ক্রিকেট কোচিং সেন্টারে প্রশিক্ষণ নিয়েছে। কোচিং ক্যাম্পের কোচ শুধু কামিলা জানালেন তার শিক্ষার্থী এই প্রথম বাংলা দলের ক্রিকেট খেলার সুযোগ পেল। এতে তিনি খুশি ও গর্বিত। এর ফলে আরো ছেলেমেয়েরা আগ্রহী হয়ে ক্রিকেট প্রশিক্ষণ নেবে।
কোচ শিবু কামিলা জানিয়েছেন জেলা স্তরে বাছাইপর বাংলা দলে সুযোগ পেয়েছে। প্রণয় গিরি জানিয়েছে এবার সে মাধ্যমিক দেবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে গেছে। এবার সে প্রথম পাটনা খেলতে যাবে। পরিবারের এবং এলাকাবাসী খুশি আগেছে এলাকা সূত্রে।