পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধার গুড়চাকলি এলাকায় শিতলা মন্দিরে স্বচ্ছতা অভিযানে যোগদেন করেন বিজেপি নেতা খড়্গপুরের বিধায়ক তথা অভিনেতা হিরন চ্যাটার্জী।
তারপর নতুন ভোটারদের উদ্বুদ্ধ করতে জনসংযোগ করেন তিনি। নমো অ্যাপের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি, নতুন ভোটারদের 7820078200 এই নং এর মাধ্যমে সংযোগ স্থাপন করার কথা বলেন, তিনি নিজেই নিজের মোবাইলের মাধ্যমে নতুন ভোটারদের মাঝে গিয়ে উৎসাহ প্রদান করেন, এমনকি নতুন ভোটারদের সাথে কথা বলেন সেল্ফিও তোলেন তিনি। এবং নতুন ভোটারদের উদ্বুদ্ধ করেন তিনি।
হিরন চাটার্জী কে কাছে পেয়ে উজ্জীবিত হয়ে পড়ে যুব সমাজের যুবক-যুবতী ভোটাররা। যুব সমাজ তারা কেন্দ্র সরকারের বিভিন্ন কাজে খুশি।
Author: ekhansangbad
Post Views: ১৩০