কাজলা জনকল্যাণ সমিতির প্রাঙ্গণে আজ ২৩ জানুয়ারী সমিতির পরিচালনায় তপোবন শিশু আবাস, সারদাময়ী শিশু শিক্ষা নিকেতন, কাজলা ফনিভুষণ পাঠাগারের আয়োজনে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৭ তম জন্ম দিবস যথাযোগ্য মর্যাদায় সহিত পালিত হয়। পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করেন সমিতির সভাপতি অসীম কুমার দাস, সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, এলাকার লোকজন, ও পরিচালক মন্ডলীর সদস্য/সদস্যা বৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক/ শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, শিশু আবাসের আবাসিক বৃন্দ।
এই শুভদিনটিতে এর একটি কাজের জন্য শুভারম্ভো হয়েছে যা হলো ব্রতচারী প্রশিক্ষণ। কাঁথি মহকুমা ব্রতচারী সমিতির উদ্যোগে কাজলা, হিঞ্চি, সারদা, পারুলিয়া, বাঘাদাঁড়ি গ্রামের প্রায় ১১০ জন কিশোর/কিশোরী নিয়ে প্রাথমিক পর্যায় ৭ দিন ও সংক্ষিপ্ত পর্যায় ১৩ দিনের ব্রতচারী প্রশিক্ষণ শিবিরের শুভারম্ভো হয়। এই শুভারম্ভো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা, কাঁথি মহকুমা ব্রতচারী সমিতির সহ-সম্পাদক ও প্রশিক্ষণের প্রশিক্ষক বিকাশ চন্দ্র বারিক , প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্বস্তিকা জানা প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তপোবন শিশু আবাসের অধিক্ষক দিপালী নন্দী।