মহিলা তৃণমূলের ‘চলো পালটাই’ কর্মসূচি হল। বৃহস্পতিবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক মহিলা তৃণমূলের উদ্যোগে নেগুয়াতে আয়োজিত হয় ‘চলো পালটাই’ কর্মসূচি। এদিন নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে মির্জাপুর বাজার পরিক্রমা করে নেগুয়া বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। তারপরে নেগুয়াতে ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রতিকী প্রতিবাদ সভা করা হয়েছে।
কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। উপস্থিত ছিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, দলের মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী রিজিয়া বিবি, ব্লকের মহিলা সভানেত্রী মানসী দে, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, অশোক দাস, বীরেন মাইতি, চন্দন রায়, অনির্বাণ গায়েন, অর্ধেন্দু দাস মহাপাত্র প্রমুখ। এদিনের প্রতিবাদ মিছিলে দলের শতাধিক মহিলা কর্মী ও সমর্থকেরা সামিল হন।