ঢালাই রাস্তা ভেঙ্গে মাল বোঝাই ইঞ্জিন রিক্সা উল্টে গুরুতর জখম হলো চালক। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর দুই ব্লকের হরিদাসপুর থেকে মধুপুর যাওয়ার রাস্তায়। এদিন ইঞ্জিন রিক্সা উল্টালে চালক গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।
সেখানে তার চিকিৎসা চলছে। অভিযোগ প্রয়োজনের থেকে বেশি মাল চাপিয়ে যাওয়ার জন্য রিক্সার বিপত্তি ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ নিম্নমানের জিনিসপত্র দিয়ে রাস্তা ঢালাই করার জন্য রাস্তা ভেঙ্গেছে। এই বিষয়ে প্রশাসনের নজরদারি করা উচিত বলে স্থানীয়দের মত।
Author: ekhansangbad
Post Views: ১৭৭