পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর বাসস্ট্যান্ডে জানকী পরিবারের আয়োজনে আজ খুঁটি পূজার মধ্য দিয়ে ১৪ ই ফেব্রুয়ারি বাণী বন্দনা আরাধনার প্রস্তুতি শুরু হল । এই খুঁটিপূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার, উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর -১ পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক বিশ্বরঞ্জন মিশ্র, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্র নাথ সার সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাব জানকীর সভাপতি মানিক জানা, সম্পাদক অজিত মান্না, বিভাস রঞ্জন মিশ্র সহ সকল সদস্যবৃন্দ।
এই বাণী বন্দনা আরাধনা চতুর্থ তম বছরে পদার্পণ করল। এই বাণী বন্দনার মূল থিম মেল বন্ধন।
জানকী পরিবারের সুত্রে জানা যায় প্রত্যেক বছরের ন্যায় এবারও ১৩ ই দিবারাত্রি শর্ট হান্ড ক্রিকেটে খেলার আয়োজন করা হয়েছে এবং ১৫ ই ফেব্রুয়ারি রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং ১৩ ই ফেব্রুয়ারি বাণী বন্দনার শুভ উদ্বোধন হবে , উদ্বোধনের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্টার জলসা বিখ্যাত অভিনেত্রী পায়েল সরকার সঙ্গে বিশিষ্ট সমাজসেবী কোহিনূর মজুমদার, কারা মন্ত্রী অখিল গিরি অন্যান্যা অতিথিবৃন্দ।

