কেন্দ্রের বঞ্চনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধরনা করছেন ঠিক তখনই আজ উল্টো চিত্র দেখা যাচ্ছে কাঁথি দেশপ্রাণ ব্লকে। এই ব্লকের বিডিও-র অপসারণ চেয়ে বিক্ষোভ ধরনা করছেন তৃণমূল কংগ্রেসেরই নেতা কর্মী জনপ্রতিনিধিরা। ব্লক অফিসের মুল গেটের সামনে ধরনা বিক্ষোভ চালাচ্ছেন। এলাকার প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ্যগণ সদস্য সদস্যাগণ সভাপতি সহ ব্লকের একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।বিডিও যবে থেকে এই ব্লকে বদলি হয়ে এসেছেন কোন সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন না। তাদের পরিষেবা দিচ্ছেন না। ব্লক জুড়ে উন্নয়নমূলক কাজে তিনি হাত লাগাচ্ছেন না। শুধু তাই নয় পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত জনপ্রতিনিধিদের সঙ্গে কোন আলাপ আলোচনা না করেই বিভিন্ন দুর্নীতি মূলক কাজ করে বেড়াচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে তাকে অপসারণ করতে হবে অন্যথায় নিয়ম অনুযায়ী বিডিও কে ব্লকে কাজকর্ম করতে হবে।
এমন অভিযোগের সরব হয়েছেন বিরোধী দল নয় খোদ শাসকদলেরই নেতা-কর্মী জনপ্রতিনিধিরা, যা নিয়ে যথেষ্ট চাঞ্চল্যকর আলোড়ন তৈরি হয়েছে ব্লক জুড়ে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি ব্লক চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিওর নাম আসিফ ইকবাল।