পরীক্ষার্থী যাত্রীবাহী টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষে আহত হল দুই পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে সোমবার সাড়ে আটটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া -মেছেদা ১১৬ জাতীয় সড়কে ব্রজলালচক বিডিও অফিসের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে চকদ্বীপা হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের নিয়ে একটি টোটো যাচ্ছিল। অপর দিক থেকে একটি বাইক এসে মুখোমুখি ধাক্কা মারে। তার জেরে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহত হয় দুই ছাত্রী। তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা এই পরীক্ষার্থীদের উদ্ধার করে দ্রুততার সঙ্গে চকদ্বীপা হাই স্কুল পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয় বলে সূত্র মারফত জানা গেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়।
Author: ekhansangbad
Post Views: ১৫৮