গ্রামীন চিকিৎসকদের সুনির্দিষ্ট কোর্স ও সিলেবাস অনুযায়ী বিজ্ঞানভিত্তিক ট্রেনিং দিয়ে সার্টিফিকেট প্রদান ও সরকারি স্বাস্থ্যব্যবস্থায় স্থায়ীভাবে নিয়োগের দাবীতে গ্রামীণ চিকিৎসকদের সংগঠন “প্রোগ্রেসিভ মেডিক্যাল প্রাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া” (পি.এম.পি.এ.আই.)’র নন্দকুমার ব্লক কমিটির আহ্বানে আজ খঞ্চি মিলন বীথি হলে দ্বিতীয় ব্লক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি অর্জুন ঘোড়ই,সম্পাদক রামচন্দ্র সাঁতরা,মেডিক্যাল সার্ভিস সেন্টারের জেলা সহঃ সভাপতি ডাঃ রমেশ গিরি, ডাঃ জয়দেব ঘড়া ও এলাকার বিশিষ্ট চিকিৎসক অভীক মাজী,সন্তোষ রায় প্রমুখ।
সম্মেলন থেকে শম্ভু জানা কে সভাপতি,অশোক তুঙ্গ কে সম্পাদক করে অ্যাসোসিয়েশনের ১১ জনের এক শক্তিশালী ব্লক কমিটি গঠিত হয়। শতাধিক গ্রামীন চিকিৎসক সম্মেলনে উপস্থিত ছিলেন।