প্রদীপ কুমার সিংহ :- ফসল ন্যূনতম সহায়তা মূল্য, শ্রমকোড বাতিল,রেগা প্রকল্পের ন্যূনতম ২০০ দিন কাজ বকেয়া মজুরি প্রধান ও দৈনিক মজুরি, সালের কালোবাজারি বন্দর, সুন্দরবনের নদী বাঁধ করতে হবে,অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা ও শ্রমজীবী মানুষের দাবি সন্দেশখালি ঘটনার প্রতিবাদে সিপিআইএমের সংগঠক কেন্দ্রীয় শ্রমিক সংগঠক সমূহ ও সংযুক্ত কিষান মোর্চার ডাকে মঙ্গলবার বারুইপুর রেল ময়দান থেকে একটি মিছিল করে বারুইপুরে এসডিও অফিসের সামনে আসে এবং সেখানে আইন অমান্য ও জেল ভরো
কর্মসূচি করে।
এই কর্মসূচিতে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে বহু পুলিশের ব্যবস্থা করেছিল। প্রশাসনের বারুইপুর এসডিপিও আতীশ বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ মোতায়ন ছিল। পুলিশের পক্ষ থেকে দুটি ব্যারিকেট করা হয়েছিল। রেলগেট থেকে মিছিলটি এস ডিও অফিসের কাছে আসতেই ব্যারিকেট ভাঙার চেষ্টা করে তাতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। প্রথম ব্যারিকেড লাইন ভেঙে দিল দ্বিতীয় ব্যাকেটের লাইন ভাঙতে পারেনি। এই ঘটনা পুলিশ প্রায় দেড়শো জন সমর্থককে আটক করে। এই মিছিলে প্রায় ৫০০ থেকে ৬০০ জন কর্মী সমর্থক অংশগ্রহণ করেছিলেন।