পূর্ব মেদিনীপুর জেলার শিল্পশহর হলদিয়ার নবোদয় সমবায় সমিতির নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জয় লাভ করলো তৃণমূল কংগ্রেস ।বৃহস্পতিবার বাবুপূরে নবোদয় সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ১২টি আসনে শাসক দল ও বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করে । টান্টান উত্তেজনার পর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ৯, বিজেপি ২ ও সিপিএম ১ টি আসনে জয়লাভ করল।
বাবুপুরে এক প্রাচীনতম প্রতিষ্ঠান নবোদয় সমবায় সমিতি । যেখানে মোট ভোটারের সংখ্যা ৮৬০ । এই জয়ের পরে বিজয় মিছিল করলো শাসক দল তৃণমূল কংগ্রেস ।
Author: ekhansangbad
Post Views: ৮২