রামনগর মহাকাল আগন্ত সংঘের আয়োজনে সরস্বতী পূজার উপলক্ষে ভারতীয় প্রাক্তন সেনাদের সংবর্ধনা দেওয়া হলো
রামনগর বিধানসভার এলাকায় ২৫জন প্রাক্তন সেনা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অংকন প্রতিযোগিতা স্কুলের ছাত্র-ছাত্রীদের করা হয় এবং প্রাক্তন সেনারা উপস্থিত থেকে আগন্তুক সংঘ কে বার্তা দেন এই সংঘর মাধ্যম দিয়ে আগামী ভবিষ্যৎ ছেলে-মেয়েদের প্রশিক্ষণ দিয়ে ভারতীয় সেনাদের মধ্যে আসতে পারে তার সব রকম সহযোগিতা করবেন। এবং প্রতিনিয়ত ক্যাম্পে এসে ট্রেনিং করাবেন। রামনগরে ১১ বছরের মেয়ে অহনা ভূঁই অল ইন্ডিয়া ক্যারাটে প্রতিযোগিতায় ব্লাক ব্লেড চ্যাম্পিয়ন তাকেও সংবর্ধনা দেওয়া হলো। উপস্থিত ছিলেন কাঁথির রামকৃষ্ণ মিশনের পদ্মানন্দ মহারাজ
মহারাজ পদ্মানন্দ আগন্ত সংঘের এই ব্যবস্থাপনায় খুশি এবং গর্বিত বলে বলেন আরো বলেন যে ভারতীয় সেনারা যেভাবে দেশকে রক্ষা করে চলেছে এবং ভারতীয় সে নদীর পরিবার ছেড়ে ভারতীয় সীমান্তর বর্ডার শত্রুদের যেভাবে মোকাবিলা করে তার ব্যাখ্যা করেন করেন তিনি তার সাথে ভারতীয় সেনাদেরকে স্যালুট জানাই এবং প্রাক্তন সেনাবাহিনীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ।
তার সাথে প্রাক্তন সেনারা বলেন এই আগন্ত সঙ্গের চিন্তাভাবনা বা প্রাক্তন সেনাদেরকে সংবর্ধনা দেওয়াতে গর্বিত মনে করে তার সাথে এই আগন্ত সংঘের শিবৃদ্ধি ঘটুক শুভ কামনা করেন।
উপস্থিত ছিলেন সমস্ত সদস্যবৃন্দ।

