পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র গড়ার উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার৷সেই কেন্দ্রের মধ্যেই রাজ্য পুলিশের ফায়ারিং কেন্দ্র গড়ে উঠছে৷এর প্রতিবাদে এদিন জুনপুট কোস্টাল থানা ঘেরাও করে এলাকার বাসিন্দারা৷
আন্দোলনকারীদের দাবি মিশাইল উৎক্ষেপন কেন্দ্র কিংবা পুলিশের ফায়ারিং কেন্দ্র কোনটাই এই এলাকায় নির্মান করতে দেওয়া হবে না৷তাঁদেত দাবি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের মধ্যদিয়ে যতই প্রতিরক্ষার সেন্টিমেন্ট তুলুকনা কেন , আসলে এরমধ্য দিয়ে জুনপুটে সামরিক ঘাঁটি গড়ে তুলে হরিপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে,যার মধ্যদিয়ে হাজার হাজার মানুষ জীবন জীবিকা থেকে উচ্ছেদ হবে৷
আন্দোলনকারীদের অন্যতম সংগঠন কন্টাই সায়েন্স সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার কাঁথি শহরের চারুভিলাতে এই প্রকল্প বাতিলের দাবিতে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হবে৷