Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সরকারি গাছ কাটার অভিযোগ উঠলো দুস্কৃতীদের বিরুদ্ধে ।

রাতের অন্ধকারে বেআইনিভাবে সরকারি জায়গায় লাগানো পঞ্চায়েতের গাছ কাটার অভিযোগ উঠলো দুস্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের বড়নিহারী গ্রামের ঘটনা। স্থানীয় এলাকাবাসী সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েত এবং বন দফতরের অনুমোদন না নিয়েই রাতের অন্ধকারে বড়নিহারী গ্রামের ছত্রী গ্রাম পঞ্চায়েতের তরফে লাগানো বেশ কিছু গাছ কাটা হয়েছে বলে অভিযোগ। কয়েকটি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুস্কৃতীরা বলে দাবি গ্রামবাসীদের। আবার কিছু গাছের গুঁড়ি গ্রামবাসীরা আটকে দিয়েছে। এই ঘটনার জেরে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই ক্ষুব্ধ।

গ্রামবাসীদের দাবি, তাঁরা বেআইনি কাজকে কখনোই সমর্থন করবে না। এ বিষয়ে ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন মান্না জানিয়েছেন, বিষয়টি আমাকে গ্রামবাসীরা জানিয়েছেন। আমি সমস্ত কিছু খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো। কিন্তু অবিলম্বে সমস্যার সমাধান না হলে আগামীদিনে গ্রামবাসীরা বৃহত্তর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read