মুরগি ছানা প্রদান কে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা চরমে। পঞ্চায়েতের মাধ্যমে মুরগি ছানা বিতরণ তাকে নিয়েও শুরু হলো তর্জা। মুরগির ছানা কোথায় দেওয়া হবে এই নিয়েই দ্বন্দ্ব।ভাবা যায়না এটাই সত্যি। মুরগির বাচ্চা বিলিকে কেন্দ্র করে রামনগর- ১ নম্বর ব্লকের তালগাছারি -২ নম্বর অঞ্চলে এমনই পরিস্থিতি তৈরি হল।আজ অঞ্চলের সামনে মুরগির বাচ্চা বিতরণ না করে অন্যত্র মুরগির বাচ্চা বিতরণ কেনো হলো এই নিয়েই শুরু দ্বন্দ্ব। বর্তমানে তালগাছড়ি দুই পঞ্চায়েতের ক্ষমতায় রয়েছে বিজেপি। তালগাছাড়ি 2 পঞ্চায়েতের প্রধান সবিতা খাটুয়া জানান শাসক দল নিজেদের লোককে মুরগির ছানা পাইয়ে দিচ্ছে ও অঞ্চলের সামনে না করে অন্যত্র করছে প্রধানকে না জানিয়েই।রামনগর ১ পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ স্বপন দোলাইর দিকে অভিযোগের আঙ্গুল তুলে দেন বর্তমান প্রধান সবিতা খাটুয়া। তিনি বলেন কর্মাধ্যক্ষ সবাইকে সমান চোখে দেখছেন না নিজের দলের লোককেই তিনি সুবিধা পাইয়ে দিচ্ছেন।
আজ মুরগির ছানা বিতরণের ক্ষেত্রেও তিনি স্বজন পোষণ করেছেন এমনটাই অভিযোগ করছেন বর্তমান প্রধান।যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কর্মাধ্যক্ষ সহ শাসকদলের প্রতিনিধিরা।মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ স্বপন দোলাই বলেন সবাইকে সবকিছু জানানো হয়েছে আমরা পঞ্চায়েত এলাকার একটি নির্দিষ্ট জায়গায় আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত করে উপভোক্তাদের হাতে মুরগির ছানা বিতরণ করছি। প্রধান সহ সবাই এই বিষয়ে অবগত আছেন। বিরোধীদের অভিযোগ কে তিনি মিথ্যা বলে দাবী করে।মুরগির ছানা উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার সময় এমন বিক্ষোভ উত্তেজনা ছড়ায়। এলাকায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাক্তন প্রধান বিশ্বজিৎ জানা বলেন নির্দিষ্ট নিয়ম মেনেই মুরগির ছানা বিতরণ হচ্ছে বিরোধীদেরা মিথ্যা অভিযোগ করছে।
রামনগর এক ব্লকের অন্তর্গত তালগাছাড়ি 2 নম্বর পঞ্চায়েতে রীতিমতো মুরগির ছানা বিতরণকে কেন্দ্র করে হুলুস্তলু কান্ড। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।