পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে শ্রী শ্রী ওঙ্কারনাথ দেব এর আশ্রমে মহাসমারোহে শিবালয় মন্দির এর দ্বারোদঘাটন এবং ওঙ্কারেশ্বর থেকে আসা শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হল। এই উপলক্ষে শিব যজ্ঞের আয়োজন করা হয়। শিব মন্দিরের দ্বারোদঘাটন করেন অখিল ভারত জয় গুরু সম্প্রদায়ের সর্বাধিস কিংকর বিঠ্ঠল রামানুজ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন মহামিলন মঠের সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ। উপস্থিত ছিলেন প্রমথনাথ পন্ডা, প্রাক্তন বিচারপতি সনৎ কুমার মাইতি, ওঙ্কারনাথ দেব আশ্রমের ট্রাস্টির কর্মকর্তা অসীম কুমার মিশ্র, দুলালচাঁদ সাউ, সুবিমল দাস, প্রমুখ। এই শিব মন্দির টি কাঁথির বিখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী প্রয়াত বৃহস্পতি জানার স্মৃতি রক্ষার উদ্দেশ্যে নির্মাণ করে উৎসর্গ করলেন তার যোগ্য পুত্র বিষ্ণুপদ জানা।
এই উপলক্ষে প্রায় দেড় শতাধিক মানুষকে বীজমন্ত্র দিয়ে দীক্ষা প্রদান করেন কিংকর বিঠল রামানুজ মহারাজ। তারকব্রহ্ম নাম ও মহাযজ্ঞের আয়োজনের সঙ্গে সঙ্গে প্রসাদ পাত পেড়ে খাওয়ানো হয়। পাশাপাশি ধর্মসভা ও ভক্ত সম্মেলন হয়।