ঘন কুয়াশার জেরে দীঘা গামী সরকারি যাত্রীবাহি বাস উল্টে গেল। সোমবার ভোররাতে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি বেলদা রাজ্য সড়কের কঁচুরির কাছে বাসটি উল্টে যায়। বাসটি উল্টে গেলে স্থানীয় মানুষজন যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গেছে প্রাথমিক চিকিৎসার পর যাত্রীদের ছেড়ে দেওয়া হয়। একটি শিশুর মাথা ফেটেছে বলে জানা গেছে। তার চিকিৎসা চলছে। জানা গেছে বাসটি আসানসোল থেকে ৬০ জন যাত্রী নিয়ে দীঘা যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনা ঘটে।
তার জেরে যানজটের সৃষ্টি হয়। কাঁথি থানার পুলিশ এসে বাসটিকে রাস্তা থেকে সরিয়ে যানজট মুক্ত করে। সরকারি বাসের নম্বর ডব্লিউ বি ৩৯ /৪৬৩৭ বলে জানা গেছে। স্থানীয়দের অনুমান চালকের ঘুম ধরে যাওয়া এবং ঘন কুয়াশার জন্য দুর্ঘটনা ঘটেছে।
Author: ekhansangbad
Post Views: ১৭৬