পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ড. নিরঞ্জন মান্না। কাঁথি পৌরসভার উপ পৌ প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে শপথ গ্রহণ করলেন।
৮নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর ও খলিসাভাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক ড. নিরঞ্জন মান্নাকে পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বোর্ড মিটিং এ কাউন্সিলর গণের সামনে ভাইস চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান। পাশাপাশি পৌর প্রধান চেয়ারম্যান ইন কাউন্সিল হিসেবে রিনা দাস, অতনু গিরি, ও আলেম আলী খানকে শপথ বাক্য পাঠ করান। সকলকে দায়িত্বভার বুঝিয়ে দেন।
Author: ekhansangbad
Post Views: ১৮১