দীঘা সমুদ্র সৈকতে পড়ে রয়েছে মৃত ডলফিন আর তা দেখেই পর্যটকরা নাক ছিটকাচ্ছেন কেউবা গন্ধে রুমাল চাপা দিয়ে এলাকা থেকে সরে যাচ্ছেন।। ঘটনাটি দেখা গেল নিউ দিঘার স্টেশন ঘাট সংলগ্ন বিচের ধারে। দীর্ঘদিন সমুদ্রে খাঁজে পড়ে রয়েছে প্রায় সাড়ে তিন ফুট লম্বা একটি মৃত ডলফিন। যেখান থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। হুশ নেই প্রশাসনের।
পর্যটকরা চাইছেন অবিলম্বে এই মৃত ডলফিনটি কে সরিয়ে এলাকাটি কে পরিষ্কার করা হোক। যেখানে বিশেষ করে শনি এবং রবিবার পর্যটকদের ঢল নামতে শুরু করে আর সেখানে নজরদারি অভাব রয়েছে বলে মনে করছেন পর্যটকরা।
Author: ekhansangbad
Post Views: ১০১