সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে পথে নামলো বিজেপি। সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ব্লকের সাহাড়া গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরে এগরা ২ মন্ডল বিজেপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয়। প্রসঙ্গত, প্রায় ২ মাস অতিবাহিত হওয়ার পরেও শেখ শাজাহান অধরা। এলাকায় বিভিন্নভাবে অত্যাচারিত এলাকার মহিলারা। সেই ঘটনার প্রতিবাদে এদিনের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন এগরা ২ মন্ডলের সাধারণ সম্পাদক রামচন্দ্র আচার্য্য, মন্ডলের মহিলা মোর্চার সভানেত্রী সুমনা কর মাইতি, সাহাড়া গ্রাম পঞ্চায়েত উপ প্রধান উত্তম জানা, অঞ্চল প্রমূখ মনঞ্জয় মাইতি, মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক সিদ্বেশ্বর মহাপাত্র, পঞ্চায়েত সদস্য প্রভাত জানা, অজিত প্রধান প্রমুখ।
বিজেপির অঞ্চল প্রমূখ মনঞ্জয় মাইতি বলেন, আমারা আজকে পথে নেমেছি, মানুষ জাগ্রত হচ্ছে। যেখানে মা ও বোনেরা জেগে উঠেছে, পশ্চিমবাংলায় আমারা মাতৃ শক্তির আরাধনা করি, সেই মাতৃশক্তিকে যেভাবে মমতা ব্যানার্জীর স্বনামধন্য নেতা সেক শাজাহান যেভাবে মা বোনেদের ওপর অত্যাচার করেছে তার প্রতিবাদে মা বোনেরা পথে নেমেছে। কুনাল ঘোষের দাবী আগামী ৭ দিনের মধ্যে শাজাহান গ্রেপ্তার হবে সেই প্রসঙ্গে বিজেপির অঞ্চল প্রমূখ বলেন, তৃণমূলের লোকেরাই সেক শাজাহানকে লুকিয়ে রেখেছে তাই ৭ দিনের মধ্যে গ্রেপ্তার করার দাবী করছেন। তবে বিজেপিকে কটাক্ষ করে এগরা ১ ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক অশোক দাস বলেন, সামনে লোকসভা নির্বাচন রয়েছে, বিজেপির কাছে কোনো ইস্যু নেই। তাই নন্দীগ্রামের মডেলে সারা রাজ্যে সাজানো ইস্যু তৈরী করার চেষ্টা করা হচ্ছে।