ইন্দ্রজিৎ আইচ:- শিল্পী সংহতি দাসের অন্তত একবার দেখা কোরো’- নতুন বাংলা গান আনুষ্ঠানিক মুক্তি পেল কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। এই গানটি রিলিজ করেন সংহতি, তার নিজস্ব ইউটিউব চ্যানেল (“Sanghati Das Music”)-র জন্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গানটির গীতিকার সুরঞ্জন দাস, মিউজিক ডিরেক্টর সৌরভ বাবাই চক্রবর্তী ও অতিথি শিল্পী অরিজিৎ চক্রবর্তী। মঞ্চে সকলেই এই মিউজিক অ্যালবাম টি উদ্বোধন
করেন।
‘অন্তত একবার দেখা কোরো’ গানটি সুর দিয়েছেন এবং গেয়েছেন শিল্পী সংহতি স্বয়ং। সংগীতের আয়োজনে ছিলেন সৌরভ চক্রবর্তী। গানটির আয়োজনে সুপরিচিত তিমির বিশ্বাসের চিন্তাভাবনার কথা উল্লেখ করেছেন সংহতি।
গীতিকার সুরঞ্জন গানটি যে ভাবনা থেকে লিখেছেন এইদিন তার বক্তব্যে তুলে ধরেন।তিনি বলেন- “বাংলার চারপাশটা আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। অনেক বন্ধুদের সাথে আর দেখা হয় না। যোগ্যতা অনুযায়ী কলকাতায় তাদের কাজ নেই। স্বাভাবিকভাবেই তারা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ মুম্বাই ইত্যাদি শহরে থাকছেন। কলকাতায় যখন আসেন দেখা হয়, কালেভদ্রে। অথচ এক বেঞ্চ এক স্কুল একই পড়ার ব্যাচ। সন্ধ্যের পর ভেবেছিলাম যে যার কাজ থেকে ফিরে আড্ডা দেব সবাই। সে আর হল না।” এইসব বন্ধুদের কথা ভেবে আমার এইগান টি লেখা।
‘অন্তত একবার দেখা করো’ গানটি নিয়ে নিজের প্রতিক্রিয়ায় সংহতি জানিয়েছেন- গানটি অদ্ভুত ভাবে একটা এক্সাইটমেন্ট তৈরি করেছে আমার ভেতর। আমি এত গান করি কিন্তু এই গানটা বিশেষভাবে খুবই আপন হয়ে পড়েছে। মানে হয় না কি বাড়ির তিন ছেলের মধ্যে কোন একটা ছেলে একটু বেশি প্রিয় হয়ে যায় মা বাবার কাছে। গানটা আরও মানুষ শুনুক বহু মানুষের কাছে যাতে পৌঁছয় এবং বহু মানুষ যাতে এই গানটি শুনে তাদের পুরনো প্রেম হোক কিংবা পুরনো কোনও সম্পর্কের কথা মনে করেন এবং সেটা মনে করে তাদের প্রিয় মানুষদের সাথে তা ভাগ করে নিন। প্রধান কথা হলো- গানটি খুব এক্সপেক্টেশন নিয়ে বানানো হয়। এই গানটা নিয়ে আমি যথেষ্ট আশাবাদী এবং গানটি যাতে প্রতিটা মানুষের কাছে পৌঁছয় সেটাই মূল উদ্দেশ্য।