প্রদীপ কুমার সিংহ :- লোকসভা নির্বাচনের ঘোষণা করবে নির্বাচন কমিশন আগামী মাসেই। এখনো কোন দল তার নির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা করেনি।তার আগেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দেওয়াল দখলে ব্যস্ত। এই দেওয়াল লিখন নিয়ে উত্তেজনা দেখা গেল নরেন্দ্রপুর থানা এলাকায়।
লোকসভা নির্বাচনে আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমুল ও বিজেপি সংঘর্ষ। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ অস্বীকার তৃণমুলের।
সোনারপুর উত্তর বিধানসভা এলাকার খেয়াদহের রানাভুতিয়া অঞ্চলে দেওয়াল দখলকে কেন্দ্র করে বিজেপি নেতাকে মারধর ও প্রাণে মেরে দেওয়ার হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি সোনারপুর উত্তর বিধানসভা এলাকার রানাভুতিয়া ২ নং অঞ্চল এলাকায়। অভিযোগ লোকসভা ভোটের আগে এলাকার কয়েকটি দেওয়ালে চুন লাগিয়ে ছিলো বিজেপি কর্মীরা। সেই দেওয়ালে তৃনমূল কংগ্রেস তৃণমূল লিখে দেওয়াল দখল করে। এমনকি যে সকল বিজেপি কর্মীরা দেওয়ালে চুন লাগানোর কাজ করেছিলো তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তৃণমূল কর্মীরা। এলাকার বিজেপি নেতা অমল মণ্ডল চায়ের দোকানে চা খেতে গেলে কেনো সে দেওয়ালে চুন লাগিয়েছে জিজ্ঞাসা করে তৃণমূলের কর্মীরা। সেই সঙ্গে গায়ে গরম চা ঢেলে দেয় ও মারধর করে বলে অভিযোগ।এমনকি বিজেপি করলে জানে মেরে দেওয়ার হুমকি দেয়। ঘটনা নিয়ে ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ করেছে অমল সহ এলাকার বিজেপি কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ আধিকারিকরা।
সুশান্ত পাল তৃণমূল নেতা লোকসভা নির্বাচনে আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমুল ও বিজেপি সংঘর্ষ। বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। তৃণমূল কংগ্রেসের ওই এলাকার সংগঠনের সদস্য বলেন পুরো ব্যাপারটাই মিথ্যা কথা। থানা একটা আভিযোগ এফআইআর করেছে । আইন আইনের পথেই চলবে। তিনি আরো বলেন ওই জায়গাটা তিনি বিজেপির কোন সংগঠনই নেই।পুলিশ তদন্ত করবে অভিযোগ সত্যিই না মিথ্যে এই ব্যাপারে।
এই নিয়ে যাদবপুর সংগঠনের বারুইপুরের কার্যালয় যাদবপুরের বিজেপি সভাপতি মনোরঞ্জন জোয়ারদার একটি সাংবাদিক বৈঠক করেন।