আজ পাঁশকুড়ার ইন্দিরা ভবনে পূর্ব মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি মানস করমহাপাত্র এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের জন্য এআইসিসি নিযুক্ত কো-অর্ডিনেটর সৌমেন্দু বিশ্বাসের উপস্থিতিতে পশ্চিম পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের কংগ্রেসের সাংগঠনিক সভা হয়। সভায় উপস্থিত ছিলেন, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কল্যাণ রায়, সম্পাদক জয়ন্ত চৌধুরী, পাঁশকুড়া ব্লক কংগ্রেস(গ্রামিন) সভাপতি রামপদ সামন্ত, পাঁশকুড়া(শহর) কংগ্রেসের সভাপতি অজিত সাউ ও কার্যকরী সভাপতি সেক তোবারক, পঃবঙ্গ প্রদেশ মাইনরিটি দপ্তরের সম্পাদক সফিরুদদিন খান, বর্ষীয়ান কংগ্রেস নেতা তরুন সামন্ত, সেক মুসলেম আলি, ব্লক মহিলা কং সভানেত্রী ফিরোজা বিবি ও গীতা সামন্ত, প্রমুখ।
মানস করমহাপাত্র বলেন, কৃষকদের লাভজনক ন্যায্য মূল্য দিতে হবে। কৃষি ঋণ মুকুব করতে হবে। কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকারি সহায়তা বাড়াতে হবে। কংগ্রেসের অঙ্গীকার কৃষকদের সুন্দর ও সমৃদ্ধ জীবনের অধিকার। কৃষি আইনের নামে মোদী সরকার তাদের বন্ধু কিছু কর্পোরেট সংস্থার স্বার্থ রক্ষার চেষ্টা করছে। এতে কালোবাজারি, মজুতদার, মুনাফাখোরদের রমরমা বাড়বে। স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী কৃষকদের অধিকার ও ফসলের ন্যায্যমূল্যের দাবীকে আইনগত স্বীকৃতি দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে কংগ্রেস।
সেক সফিরুদ্দিন খান-কে চেয়ারম্যান, কল্যাণ রায়কে ভাইস চেয়ারম্যান , এবং সেখ মুসলেম আলীকে কনভেনর করে পাঁশকুড়া বিধানসভা নির্বাচন কমিটি গঠিত হয়।
সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে বাকি অঞ্চল ও বুথ কমিটিগুলো পুনর্গঠন করা এবং জনসংযোগ ও নির্বাচনী প্রচারের কাজে সবাই ঝাঁপিয়ে পড়বেন।
এরপর ফসলের ন্যায্যমূল্যের দাবিতে একটি মিছিল রাস্তা পরিক্রমা করে