মেছেদার ডাঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্দ্যোগে মেডিকেল সার্ভিস সেন্টারের সহযোগিতায় মেচেদাস্থিত ট্রাস্ট ভবনে নরম্যান বেথুনের ১৩৫ তম জন্মদিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। নরম্যান বেথুনের প্রতিকৃতিতে মাল্যদান করেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। ওই উপলক্ষে স্মরন অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক ডাঃ অংশুমান মিত্র এবং সাধারন সম্পাদক ডাঃ ভবানী শঙ্কর দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ রমেশ চন্দ্র বেরা, ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক, সদস্য ডাঃ বিজ্ঞান বেরা প্রমূখ।
বক্তারা অনন্য আন্তর্জাতিকতাবাদী মহান চিকিৎসক ডাঃ নরম্যান বেথুনের মেডিকেল আদর্শ ও এথিক্স,যুদ্ধক্ষেত্রে তার ভূমিকা ও ব্লাড ট্রান্সফিউশনের প্রবর্তন,বহু সার্জিক্যাল যন্ত্রপাতির সৃষ্টি, চিকিৎসা ব্যবস্থাকে সম্পূর্ণভাবে সরকারি দায়িত্বে পরিচালনার জন্য আন্দোলন প্রভৃতি বিষয়ের উপর জোর দেন।