কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার শিকার এই রাজ্যের জবকার্ড হোল্ডারদের আর চিন্তা না করার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এবার মাত্র ৫০ দিন কাজ করেই কেন্দ্রীয় ১০০ দিনের কর্ম নিশ্চয়তা প্রকল্পের সমান অর্থ পাবেন বলে জবকার্ড হোল্ডারদের জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের নিমতৈড়িতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠানের মঞ্চ থেকে ঘোষনা করলেন মুখ্যমন্ত্রী।
রাজ্যের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে জবকার্ড হোল্ডারেরা এই সুযোগ পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি জানিয়েছেন, আগামী এপ্রিল-মে থেকেই সেই ‘কর্মশ্রী’ প্রকল্পের সূচনা করা হবে।
মমতা বলেন, ‘ মনে রাখবেন, যাঁরা গরিব মানুষ, তাঁরা ১০০ দিনের কাজের জন্য যে টাকা পেতেন, সেই টাকাই পাবেন কর্মশ্রী প্রকল্পে। আর কেন্দ্রের দেওয়া নাম নয় প্রকল্পের নাম হবে কর্মশ্রী। ওই প্রকল্পের জন্য ৫০ দিনের জন্য কাজ করতে হবে। যাঁরা জবকার্ড হোল্ডার, তাঁরাই কাজটা পাবেন। এই কাজটা আমরাই আপনাদের করে দেব। এপ্রিল-মে থেকে এই কাজটা শুরু হবে। ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি।’
মুখ্যমন্ত্রী সেই সাথে দাবি করেন “কেন্দ্র সরকার এই প্রকল্পের সাথে ১০০ দিনের কাজ নামটা রাখলেও বছরে ৩০-৩৫ দিনের বেশি কোনও কাজ হত না। আর বাংলাই এক নম্বরে ছিল।’