পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দিঘায় হানিমুন করতে এসে বিবাদের জেরে হোটেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে পর্যটক এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করলো। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁকে দিঘা হাসপাতালে পরে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পুলিশের থেকে প্রাথমিক ভাবে জানা গেছে ঔরঙ্গাবাদ থেকে রাধা কুমারী এবং স্বামী নাবনি দের সঙ্গে দিঘায় বেড়াতে আসে ওই পরিবার। তাঁরা নিউ দিঘার একটি হোটেলে ওঠেন। আর রাত্রি প্রায় ন’টা নাগাদ স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বাধে। তখনই ওই হোটেলের তিন তলা থেকে ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন প্রথমে তাকে বাঁচানোর চেষ্টা করলেও পরে হাত ফসকে রাধা মাটিতে পড়ে যান।
এরপরেই হোটেল কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করেন। খবর পেয়ে দিঘা থানার পুলিশ ঘটনাস্থল থেকে এসে তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করে ।সেখানে এই গৃহবধূর অবস্থার অবনতি হলে তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
জানা গেছে দিঘা থানা পুলিশ এই ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করেছে। ঘটনায় জানা যায়, একমাস আগে ওদের বিয়ে হয়। পরে তারা হানিমুনের জন্য দিঘায় চলে আসেন। এদিন রাতের বেলায় দুজনের মধ্যে পুরনো সম্পর্ক নিয়ে বাকবিদন্ডা চলতে শুরু করে। তখনই ওই মহিলা ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন।

