Select Language

[gtranslate]
৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন দেবাংশু ভট্টাচার্য।

তমলুক লোকসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে এসেই ঝড় তুললেন।নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দিয়ে প্রথম দিনের প্রচার শুরু করলেন।


গত রবিবার ব্রিগেডের জনসভায় তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবাংশু ভট্টাচার্যের নাম ঘোষণা করেছেন। এদিন নন্দীগ্রামে জানকীনাথ মন্দিরে পূজো দিয়ে ভোট প্রচার শুরু করে দিলেন দেবাংশু ভট্টাচার্য।প্রথমে তিনি নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরে পুজো দেন তারপরে শামসাবাদ মাজারে চাদর চড়ান।


সামসাবাদে একটি ছোট পথসভাও করেন। তারপর পথসভা শেষ করে বেরিয়ে যান গোকুলনগরে। গোকুলনগরের করপল্লীতে নন্দীগ্রামের ২০০৭ সালের শহীদ বেদীতে মাল্যদান করেন। সোনাচুরা বাজারে দেওয়াল লিখন করেন কর্মী সমর্থকদের নিয়ে, গড়চক্রবেড়িয়া বাজারে এবং কেন্দেমারিতে, একটি পথসভা করেন।
রাস্তায় যাওয়ার পথে তিনি বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
নন্দীগ্রামের মতন জায়গায় প্রচারে ঝড় তুললেও ভোট বাক্যে কতটা ঝড় ওঠে তা সময়ের অপেক্ষা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read