পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানার ঘেরশাই গ্রাম থেকে উদ্ধার হল সাড়ে তিন ফুট লম্বা কেউটে সাপ। এই বিষধর সাপের উদ্ধার কে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে
ঘেরসাই গ্রামের গৌতম ওঝার বাড়িতে একটি কেউটে সাপকে দেখা যায়। বনদপ্তরে খবর দিলে বন কর্মী নিরঞ্জন প্রামান ও সুকোমল জানা ঘটনাস্থলে গিয়ে কেউটে সাপটিকে উদ্ধার করে দিঘার বনদপ্তরে নিয়ে আসেন। বন দপ্তর সূত্রে খবর সাপটিকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হবে।
Author: ekhansangbad
Post Views: ৮৫