পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভার অন্তর্গত রামনগর ১ ব্লকের তালগাছাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের রাও হাই স্কুলের মায়ের মন্দিরে পুজো দিয়ে নরীহা গ্রামে নির্বাচনী প্রচার শুরু করলেন পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি ও কাঁথির লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মাননীয় প্রার্থী উত্তম বারিক। সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার, শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক , ও ব্লক নেতৃত্ববৃন্দ। উক্ত অনুষ্ঠানে উত্তম বারিক এর হাত ধরে চারটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।।
প্রার্থী উত্তম বারিক, দীপক সার এর প্রশংসা করে বলেন ৪৫ বছরের সিপিএমের দুর্গ ভেঙে জয়ী হয়েছেন দীপক সার। শুধু তাই নয় কর্মীদের উন্মাদনা ছিল চোখের পড়ার মতো। আজ বুধবার তার কর্মী সভায় প্রতিফলন দেখতে পাওয়া গেল। কর্মীদের জন জোয়ারে পরিণত হয়েছে। সারি সারি মহিলারা যেভাবে শংকর ধ্বনি দিয়ে ফুল ছড়িয়ে বরণ করে প্রার্থীকে।