পূর্ব মেদিনীপুর জেলার ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার ভগবানপুর বিধানসভার অন্তর্গত মুগবেড়িয়াতে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধনে হল। ফিতা কেটে দলীয় কার্যালয়ের শুভ দারুদঘাঠন করলেন কাঁথি লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সৌমেন্দু অধিকারী।
উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ডঃ চন্দ্রশেখর মন্ডল,ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, ভগবানপুর বিধানসভার কনভেনর অপরেশ দাস প্রমুখ সহ বিধানসভার ও মন্ডলের নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকগন।
দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধনের আগে এক্তারপুর থেকে ব্যাঙ্ক মোড় পর্যন্ত দলীয় নেতৃত্ব ও সমর্থকগনের উপস্থিতিতে বর্ণাঢ্য পদযাত্রা এলাকা পরিক্রমা করে । পরে কর্মীদের নিয়ে একটি সাংগঠনিক সভা হয়। সবাই সিদ্ধান্ত হয় বিজেপির প্রার্থী সৌমেন্দু অধিকারী কে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। সেই লক্ষ্যে কর্মীদের ভোট প্রচার ও ভোট সংগ্রহের কাজে আমার নির্দেশ দেওয়া হয।