পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি এক ব্লকের কলিয়াচক সংস্কৃত মহাবিদ্যালয় সংস্কৃতম আয়ুর্বেদস্চ বিষয়ক সেমিনার হল। কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অর্থানুকুলে একদিনের সেমিনার আজ শুক্রবার অনুষ্ঠিত হলো কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে। বিষয় সংস্কৃতম আয়ুর্বেদস্চ। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান প্রফেসর শ্রীনিবাস বরখেডি প্রাক্তন কূল সচিব প্রফেসর এস সুব্রহ্মণ্য শর্মা, বর্তমান কুলসচিব প্রফেসর আর গায়ত্রী মুরলীকৃষ্ণ কেন্দ্রীয় যোজনার নির্দেশক প্রফেসর মধু কেশর ভট্ট কলিয়াচক সংস্কৃত মহাবিদ্যালয় এর প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর কিশোর কিশোর পাড়ি বর্তমান চেয়ারম্যান প্রফেসর রঞ্জিত কুমার বর্মন।
দেবী সরস্বতী মূর্তিতে মাল্য অর্পণ, প্রদীপ প্রজ্জলন এর মাধ্যমে শুভ সূচনা হয। প্রথম পর্বে অনুষ্ঠান কক্ষে উপস্থিত ছিলেন কাঁথি রঘুনাথ আয়ুর্বেদ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ প্রফেসর সুশীল কুমার নাথ, বাজবুল মিলনী মহাবিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সত্যনারায়ণ সাহু প্রমূখ। স্বাগত ভাষণে সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন কুলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ দেবিপদ রথ। উপস্থিত ছিলেন সেমিনারের কনভেনার ডঃ নৃসিংহ নাথ গুরু, এবং কো-অর্ডিনেটর ডঃ শংকর্ষণ পন্ডা ও ডঃ সুরঞ্জন পাহাড়ি। ভাবগম্ভীর পরিবেশে সুন্দর ভাবে আলোচনা হয়। এই আলোচনায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।