Select Language

[gtranslate]
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মিসাইল কেন্দ্রের বিরোধিতায় ছাত্রদের সাইকেল মিছিল।

জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ও হরিপুরে পরমাণু চুল্লি স্থাপন করে হাজার হাজার মৎস্যজীবীদের জীবন-জীবিকা থেকে উচ্ছেদ ও ছাত্র-ছাত্রীদের শিক্ষাজীবন ধ্বংস করার চক্রান্ত রুখতে আজ জুনপুট থেকে হরিপুর পর্যন্ত সাইকেল মিছিল করল এলাকার শতাধিক ছাত্রছাত্রী ৷ কাঁথি উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটির উদ্যোগে বিচুনিয়া হাইস্কুল থেকে এই সাইকেল মিছিল জুনপুট,বিরামপুট গ্রাম হয়ে জুনপুটের প্রস্তাবিত মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রে পৌঁছায় এবং সেখানে স্লোগান সহযোগে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা৷এই বিক্ষোভে জুনপুট গ্রামবাসীরা সামিল হয়৷ তারা ছাত্র ছাত্রীদের সঙ্গে বিক্ষোভে সামিল হয়ে স্লোগান দিতে থাকে৷ এরপর এই মিছিল রংমালাপুট ও হরিপুর গ্রাম ঘুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তাবিত স্থানে পৌঁছায়৷সেখানে এক সংক্ষিপ্ত সভার মধ্যদিয়ে এই কর্মসূচী শেষ হয়৷

সভার শেষে ছাত্র ছাত্রীরা স্লোগান সহযোগে বিক্ষোভ দেখায়৷ এই কর্মসূচীর উদ্যোক্তা “উপকূলীয় ছাত্র সংগ্রাম কমিটি”র সভাপতি সুজয় মাইতি বলেন—” জুনপুটে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র স্থাপন করে জুনপুটকে সামরিক ঘাঁটি বানাতে আমরা দেবো না৷ এই প্রকল্প রূপায়িত হলে বহু মৎস্যজীবী পরিবারকে উচ্ছেদ হতে হবে , এলাকার ছাত্র যুবদের কোন কর্মসংস্থান হবে না উপরন্তু অভিভাবকদের জীবিকা চলে গেলে ছাত্র-ছাত্রীদেরও শিক্ষার ভবিষ্যৎ নষ্ট হবে৷ মাজলাপুর গ্রামের বাসিন্দা বর্তমানে কাঁথি প্রভাত কুমার কলেজের তৃতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের পাঠরত তো সুজয় আরো বলেন যে —জুনপুটে সামরিক ঘাঁটি হলে হরিপুরে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন অনেক সহজ হয়ে যাবে। এর প্রতিবাদের জন্যই জুনপুট থেকে হরিপুর পর্যন্ত সাইকেল মিছিল করে আমরা এই প্রকল্পের বিরোধিতা করছি৷ “

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read