Select Language

[gtranslate]
১২ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার ২৮শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো এগরা থানার পুলিশ।

পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানের থাকা কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করলো। গাড়ীতে করে তরমুজ নিয়ে যাওয়ার আছিলায় পাচার হচ্ছিলো এই গাঁজা ! পুলিশ গাড়িকে আটক করে। তবে পিকআপ ভ্যানে থাকা তরমুজ গাড়ির অভিযুক্ত গাড়ি চালককে আটক করেছে এগরা থানার পুলিশ । এ বিষয়ে এগরা এসডিপিও দেবীদয়াল কুন্ডু জানিয়েছেন, গাঁজা পাচার হচ্ছিল পিকআপ ভ্যানে । ৫১ টি গাঁজা প্যাকেট উদ্ধার করা হয়েছে ।এক কুইন্টাল দু কিলো গাজা উদ্ধার হয়েছে।তার মূল্য প্রায় আনুমানিক নগদ কয়েক লক্ষ টাকা এমনটাই জানিয়েছেন এগরারএসডিপিও। এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । তবে ঘটনায় অভিযুক্তকে গাড়ির চালককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রের দাবি।

পুলিশ জানিয়েছে, গাড়িটি আসছিল প্রতিবেশী রাজ্য ওড়িশা থেকে পূর্ব মেদিনীপুরের এগরার দিকে। তবে সোলপাট্ট- এগরা রাজ্য সড়কের দোঁবাধি বাজারেই গাড়িটিকে গোপন সুত্রে পাওয়া খবর অনুযায়ী আটকানো হয়। তারপরে পুলিশি তদন্ত করে ওই গাড়ির মধ্য থেকে কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত হন এগরার এসডিও মণজিৎ কুমার যাদব। তিনি বিষয়টি পুরোপুরিভাবে খতিয়ে দেখেন। এটা পুলিশ ও প্রশাসনের বড়সড় সাফল্য বলে দাবি এগরার এসডিও’র।কিন্তু এই ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য চাঞ্চল্য ছড়িয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read