Select Language

[gtranslate]
১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অঙ্গন বেলঘরিয়ার দুদিনের নাট্য উৎসব

কেকা মিত্র :- অঙ্গন বেলঘরিয়া নাট্য দলের আয়োজনে বেলঘরিয়া ছাত্র মঙ্গল স্কুল নাট্য মঞ্চে ৩০ ও
৩১ মার্চ শনি ও রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো দুদিনের অঙ্গন বেলঘরিয়া নাট্য উৎসব ২০২৪। প্রথমদিন মঞ্চস্থ হয়
রম্বস প্রযোজিত নাটক ” রবি ঠাকুরের মূর্তি “। রূপান্তর সৌমিত্র চট্টোপাধ্যায়। সম্পাদনা ও নির্দেশনা অঞ্জন বিশ্বাস। এই দিনের পরের নাটক টি ছিলো বেলঘরিয়া গোধূলির নাটক ” প্রতিপক্ষ “। নাট্যকার দীপ – গুঞ্জন। প্রয়োগ অভিজিৎ মজুমদার। দ্বিতীয়দিন বিকেলে ছিলো নাট্য সেমিনার। এই সেমিনারে আলোচনার বিষয় ছিলো ” বর্তমান সময় ও নাটক” বক্তা ছিলেন বরানগর এবং এর নির্দেশক ও অভিনেতা সমিত দাস এবং অভিনেতা নীলাভ চট্টোপাধ্যায় ও সাংবাদিক ইন্দ্রজিৎ আইচ। এই তিন অতিথিদের দলের তরফ থেকে সংবর্ধনা জানানো হয়। এনারা দুজনেই সম্প্রতিকালের নাটক, তার ভালো মন্দ নানা বিষয় নিয়ে আলোচনা করেন। এইদিন সন্ধায়
মঞ্চস্থ হয় এথিক এর নাটক ” ভ্রুনজ শব্দেরা ” । নাটক ও নির্দেশনা দেবাশিস সেনগুপ্ত।


এই উৎসব এর শেষ নাটক ছিলো বেলঘরিয়া রূপতাপসের
নাটক ” বিলিতি ভুত ” । মঞ্চ ও নির্দেশনায় ছিলেন কৌশিক ঘোষ। সমগ্র নাট্য উৎসব পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন অঙ্গন বেলঘরিয়া নাটকের কর্ণধার অভি সেনগুপ্ত।
এই দুদিনের নাট্য উৎসবে নাটক দেখার জন্যে দর্শকদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read